নাজিরপুরে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার রাতে উপজেলার গাওখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে ২টি দোকানেই ৫৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়াও সব মিলিয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি তাদের। এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।

এদিকে, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement