মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজারে ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের খারদ্বারা খালে ছিটকি জাল পাতানো-কে কেন্দ্র করে ফখরুল ইসলাম (৩৫)-কে কুপিয়ে হত্যার ঘটনা ৩সপ্তাহের অধিক সময় পার হলেও প্রধান আসামী রায়হান মিয়াসহ অন্যান্য আসামীকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষুব্দ নিহত পরিবারসহ এলাকাবাসী। পুলিশ বলছে প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, গত ১৩ অক্টোবর বিকাল অনুমান ৩.৫০ ঘটিকার দিকে, খারদ্বারা খালে ছিটকি জাল পাতানো-কে কেন্দ্র করে মো: টিটু মিয়া-এর সাথে গোলাপ মিয়া-এর সাথে ঝগড়া হয়।গোলাপ মিয়ার নেতৃতে বিকাল অনুমান ৪ ঘটিকার দিকে সুলফি, লোহার পাইপ, লাঠি, ঝাটা, দাসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত ফখরুল মিয়া-কে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ হামলায় মো: টিটু মিয়া, মিটু মিয়া ও ফখরুল ইসলামসহ অন্যান্য আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। ঘটনাস্থলে উত্তেজিত স্থানীয় জনতা সুমনা বেগম-নামীয় এক নারীকে পুলিশের কাছে তুলে দেন।
এ ঘটনায় নিহত ফখরুল এর বড় ভাই মো: টিটু মিয়া বাদী হয়ে রায়হান মিয়া (২০), মতিউর রহমান (২০), গোলাপ মিয়া (৬০), আলফু মিয়া (৬৩), মখলু মিয়া (৩৩), আকবর মিয়া (৫৫), সুমনা বেগম (২৩), আলা মিয়া (৬৫),সহ অজ্ঞাতনামা ২/৩জন-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং-২১/৩১১, তারিখ : ১৪/১০/২০২৪ইং) দায়ের করেন।
মামলার বাদীসহ পরিবারের লোকজনদের অভিযোগ, এজাহারনামীয় আসামীরা ঘুরাফেরা করছে। তাদেরকে হুমকি দিচ্ছে। আসামী পক্ষের লোকজন তাদের গৃহপালিত গরু অন্যত্র সরিয়ে নিয়ে গরু চুরি, ভাংচুর ও লুটপাট এর মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে হয়রানী করছে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার এসআই সামছুল বলেন, আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। আসামীরা এলাকায় ঘুরাফেরা করছে বাদীর এ অভিযোগ সঠিক নয়। গৃহপালিত গরু চুরি, ভাংচুর ও লুটপাট এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান- সে তাদের। এ নিয়ে মন্তব্য করতে চাইনা।