সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মোস্তফা সরয়ার ফারুকী  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেছেন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ নির্মাতা। আজ সোমবার সকালে সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন এই উপদেষ্টা।

সংস্কৃতি এবং সরকারে প্রসঙ্গে টেনে ফারুকী বলেন, সংস্কৃতির সঙ্গে যুক্তদের আমি বলতে চাই এই সরসার সংস্কৃতি বান্ধব। শিল্পের সকল শাখা বান্ধব। আপনারা নিজেদের মত করে শিল্প চর্চা করেন। কিন্তু আবারো বলছি ফ্যাসিস্ট সরকারের হয়ে যদি কেউ খেলার চেষ্টা করে তাহলে ফিফথ গ্রেডের অপরাধীকে আগে ধরা হতে পারে। আমি মনে করি শিল্প নিয়ে যা ঘটেছে সেটা ফ্যাসিস্টের পরিকল্পনার অংশ। দেশে  বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এটা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় একই মাসের ৮ তারিখ। এবার সেই সরকারের সদস্য হিসেবে যুক্ত হলেন প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক।

অভ্যুত্থানের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’–খ্যাত এই নির্মাতা। ফেসবুকে প্রতিদিনের নানা ঘটনা নিয়ে অকপটে নিজের মতামত জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সমসাময়িক নানা বিষয়ে অন্তর্জালে সরব ছিলেন তিনি।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *