ভাণ্ডারিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাদেরও রয়েছে বিশ্বাস ও প্রতিভা। সেই প্রতিভা বিকাশের মাধ্যমে, অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো তাদেরও সমাজে বসবাসের অধিকার রয়েছে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া-বিনোদন ও পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে স্থানীয় খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন (কে.জি) স্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।

পরে গত ৫আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় ১মিনিটি নিরবতা পালন করা হয়।  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিনব্যাপী উৎসব অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এতে ৯টি ইভেন্টে প্রায় ২০০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এছাড়াও উপস্থিত অভিভাবকবৃন্দও বিশেষ প্রতিযোগীতায় অংশ নেন।

প্রতিযোগীতা শেষে বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ সভা উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা ক্রীড়া অফিসার মো. সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়ার ইউএনও মো. ইয়াসিন আরাফাত রানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতের নায়েবে আমীর মো. তমিজ উদ্দিন কাজল মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো. আবুল হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্তনীয়া, ঢাকা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকর্তা এবং ট্রের্নিংইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন হিমেল, খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্য বিজিত প্রতেযোগীদের মাঝেও সান্তনা পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *