সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর স্থান হতে ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত হতে অভ্যন্তরে আগমণের সময় আটক করেছে বিজিবি।
আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ান (২৫) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ ।
আটককৃতরা হলেন, সেলিম (৩০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরহরিশপুরের চরছেকালীপুর এলাকার রেজাউল হকের ছেলে ,সোহেল (২২) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরহরিশপুর এলাকার লোকমানের ছেলে। রোকছানা (৩০) শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার উত্তর মলমছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী ।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক মো. সেলিম ও মো. সোহেল রাজ মিস্ত্রী কাজের জন্য এবং মোছা. রোকছানা বাসাবাড়িতে কাজের নিমিত্তে আনুমানিক ০৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় অবৈধভাবে গমণ করে। পরবর্তীতে ২৭ নভেম্বর ৩ জনে আঠারো হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি মানব পাচারকারী দালাল কামাল ও হৃদয়ের মাধ্যমে অনুপ্রবেশ করে।