কক্সবাজারে সরকারি জায়গা দখল করে পাকা দালান নির্মাণের হিড়িক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জাহেদ হাসান , কক্সবাজারঃ

কক্সবাজার জেলাজুড়ে চলছে সরকারি জায়গা দখলের মহোৎসব। শুধু সরকারি জমি দখল করে থেমে নেই, দখলকৃত জায়গায় বহুতল ও সেমি পাকা ঘর নির্মাণের প্রতিযোগিতা চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার সদরের ঝিলংজার ইসলামাবাদে ১নং খাস খতিয়ানভূক্ত সরকারি জমি দখল করে পাহাড় কেটে পাকা দালান নির্মাণ করা হচ্ছে। দৈনিক ৭/৮ জন শ্রমিক দিয়ে তাড়াহুড়ো করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে ভবন মালিক। দখল করে ভবন নির্মাণের জায়গাটি প্রায় অর্ধ কোটির টাকার।ঘর নির্মাণে কাজ করা শ্রমিকদের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন,ঘরটি নির্মাণ করছে সাবের নামক স্হানীয় এক ব্যক্তি।

সরেজমিনে আরও দেখা যায়, সদরের ঝিলংজার ইসলামাবাদ, চন্দ্রিমামাঠ, ঝিরঝিরিপাড়া,বখতিয়ার ঘোনা,লারপাড়া,দক্ষিণ ডিককুল,দক্ষিণ হাজিপাড়া,জানারঘোনার, ফুটখালী,দক্ষিণ মুহুরীপাড়া,পিএমখালীর ছনখোলা,পরানিয়াপাড়া,খুরুশকুল তৈতিয়া,তুতকখালী,কাঁঠালিয়ামোড়া,পশ্চিম জুমছড়ি,পৌরসভার এবিসি ঘোনা,বাদশাহ ঘোনা,পাহাড়তলীর হালিমা পাড়া,লাইটহা উজপাড়া , সাহিত্যিকা পল্লীসহ বিভিন্ন স্হানে পাহাড় কেটে বহুতল ভবন ও পাকা ঘর নির্মাণের কাজ চলছে পুরোদমে। সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে দালান নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব রয়েছে।

এবিষয়ে সাবের নামক ওই ব্যক্তির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বার বার প্রতিবেদক’কে ঘটনাস্থলে ডাকতে থাকেন এবং কথোপকথন একপর্যায়ে ঘরটি অন্যজন নির্মাণ করছে, আমি শুধু জায়গাটা বিক্রি করছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন,সরকারি জায়গায় ঘর নির্মাণের বিষয়ে আমি অবগত ছিলাম না,আপনার কাছ থেকে জানলাম।ঘর নির্মাণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement