আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ায় সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলে তেলআবিবের এ অভিযান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানা যায়।
সিরিয়ার দামেস্কে সেনাবাহিনীর ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।
ইসরায়েলি তেলআবিবের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা। কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা। পৌঁছে দেয়া হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল ব্যবস্থা, মিলিটারি ভেস্ট, গোলাবারুদসহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম।
সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেন। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। সর্বশেষ ২৪ বছর ক্ষমতায় ছিলেন বাশার। বিদ্রোহী যোদ্ধাদের মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়।