মাসুদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার মোগড়াকুল ,নোয়াপাড়া ও বিশ্ব রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় প্রায় ২ কিলোমিটার বিস্তৃত ৬০০ বাড়ির ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ১’শ ফুট পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো পুনরায় সিলগালা করে দেয়া হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, ,উপব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলাসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী।