মোঃ আসাদুজ্জামান ,বরগুনা প্রতিনিধিঃ
বহুল প্রচারিত দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদককে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় বরগুনা কাঠপট্টি এলাকায় আমাদের কন্ঠ বরগুনা প্রতিনিধির অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আজকের দর্পণেরর বরগুনা প্রতিনিধি অলিউল্লাহ্ ইমরান এর সঞ্চালনায় এবং আমাদের কন্ঠ পত্রিকার বরগুনা প্রতিনিধি মো,আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সিঃ সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ইফতেখার শাহীন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার সস্বপন, বরগুনা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলাম রতন, এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম, ভোরের আকাশ ও সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি এমএ কাসেম হাওলাদার।
মানববন্ধনে বক্তারা ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স এর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকিও গালিগালাজ করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স একজন আওয়ামী লীগের দোসর। প্রাননাশের হুমকি প্রদানের সংবাদ আমাদের কন্ঠ পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে গনমানুষ ও নেটিজেনদের দুর্নীতিবাজ মাফরুল সাদিক প্রিন্স এর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। এজন্য তিনি ক্ষিপ্ত হয়ে এই হুমকি প্রদান করেন। আমরা সাংবাদিক বৃন্দ সাদিক প্রিন্সকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মানববন্ধনে আমাদের কন্ঠের বরগুনা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলেই যদি আওয়ামী লীগ স্বৈরাচারের সহযোগীরা গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দেয় তাহলে গনমাধ্যমের কাজের স্বাধীনতা ব্যাহত হয়। আমরা এই হুমকির ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।