উজিরপুরে নতুন বই বিতরণের শুভ উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের শুভ উদ্বোধন করেছেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২০২৫ সালের ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান জাহিদ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর সহকারী শিক্ষক ও উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ।উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বক্তৃতাকালে প্রধান অতিথি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাও মনোযোগী হতে হবে। সকল অভিভাবকদের তাদের সন্তানদের দিকে প্রতিনিয়ত খেয়াল রাখা প্রয়োজন। যাতে করে শিক্ষার্থীরা শুধু লেখাপড়া আর খেলায় মেতে থাকবে। তাহলেই আজকের শিশুরাই আগামী জাতির পরিচালক হবে।

তিনি আরো বলেন- শিক্ষার্থীরা তোমরা নতুন বই মুখে চুম্বন করো এবং নাকে নতুন বইয়ের ঘ্রাণ অনুভব করো। তাহলে অনেক ভালো লাগবে। এছাড়াও স্কুলগুলোর সার্বিক খোঁজ খবর নেন তিনি। এদিকে নতুন বই পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *