কক্সবাজার প্রতিনিধি :
উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ একজন সিএনজি যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত ইয়াবা পাচারকারী মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির জানান,হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজা পালং টিএন্ডটি নামক স্থানে কক্সবাজার টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সিএনজি থেকে নেমে এক লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো পলিথিন দিয়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।