এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন মোল্লাবাড়ি জামে মসজিদ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবদুস সালাম তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির মোঃ আলমগীর হাওলাদার, পটুয়াখালী পৌর কৃষক দলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন, পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নাঈম রহমান, কলাপাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহীম হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ তুহিন হোসাইন।
ধানখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মেজবা উদ্দিন মুন্সী’র সভাপতিত্ব ও ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম প্যাদা, ধানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মৃধা, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মোঃ কলাপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মোঃ জসিম মল্লিক, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ শুভ তালুকদার, সদস্য মোঃ সোলায়মান হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আঃ জব্বার সিকদার, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কুদ্দুস মৃধা তপন, সহ-সভাপতি মোঃ আনিস মোল্লা, ১নং যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন প্রমুখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা।
উপস্থিত নেতৃবৃন্দ বিগত দিনে বিএনপি সরকার কৃষকদের জন্য কি কি কাজ করেছে, ভবিষ্যতে কৃষকদের জন্য কি কি উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহণ করেছে, কৃষকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর ইত্যাদি হয়।