ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা  ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কামারপাড়া থেকে বকশিপাড়াগামী মাটির রাস্তা সংলগ্ন হিন্দুপল্লী গ্রামের আব্দুর রহিমের পুকুরের দক্ষিণ দিক থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানান,পুলিশ সুপার রাকিবুল আক্তার (পিবিআই)।

পুলিশ জানায়,অজ্ঞাত মৃত ব্যক্তির নাম জুবায়েদ আহমেদ (৩১) তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের গালাগাঁও এলাকার -সামাদ তালুকদারের ছেলে। সে মিরপুরের শিয়ালবাড়ী থেকে বাইক রাইডার হিসেবে কাজ করত।

বৃহস্পতিবার  (০৯ জানুয়ারি) সকালে পিবিআই পুলিশ সুপার ময়মনসিংহ জেলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান-এই ঘটনায় মৃত জুবায়েদ এর বড় ভাই আজহারুল ইসলাম বাদী হয়ে ৩০ ডিসেম্বর  ত্রিশাল থানার মামলা দায়ের করেন মামলা নং-২৬, থানা পুলিশের তদন্তকালে গত ০৭/০১/২০২৫ তারিখে পিবিআই, ময়মনসিংহ জেলা স্বউদ্যোগে মামলাটি অধিগ্রহণ করে।

পিবিআই অ্যাডিশনাল আইজিপি,মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার  মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অমিতাভ দাস মামলার তদন্ত কার্যক্রম শুরু করে ৮ জানুয়ারী রাতে  জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় এলাকা থেকে -মোঃ নাজমুল ইসলাম (৩০), আবুল কাশেম উরফে সোনা মিয়া (৫৫),আব্দুল আজিজ উরফে আনিছ (২৪) নামে তিন জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement