খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না মোহনায় কালিগঙ্গা নদীতে বুধবার রাতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের খবর পেয়ে কাউখালী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৩টি বালুর জাহাজ ও একটি বলগেট পরিচালনার জাহাজ জব্দ করে।
জব্দকৃত জাহাজগুলো হল, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ, তুষার এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। অভিযান পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
এ সময় জাহাজ পরিচালনাকারী আরিফুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলনের ভুল স্বীকার করেন এবং লিখিতভাবে অঙ্গীকার করেন যে ভবিষ্যতে কোথাও অবৈধভাবে নদীতে বালু উত্তোলন করবে না। এই শর্তে ভ্রাম্যমান আদালত বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করে ও জব্দকৃত জাহাজগুলো ফেরত দিয়ে দেয়।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, উপজেলার দ্বীপ ইউনিয়ন সয়না ইউনিয়নের কালিগঙ্গা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে অত্র ইউনিয়নের কয়েকটি গ্রাম।