পলাশবাড়ি পৌরসভার ৮ উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

পলাশবাড়ি প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ৮ কাজের শুভউদ্বোধন কার হয়েছে। উক্ত কাজের উদ্বোধক ছিলেন পৌর প্রশাসক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পলাশবাড়ী পৌরসভার প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার এসব কাজের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী, মেহেরাব হোসেন জনি ও ঠিকাদার গণ উপস্থিত ছিলেন।

কাজ গুলো বিবরনে জানা যায় , পলাশবাড়ীর নুনিয়াগাড়ী মোস্তফা মিস্ত্রীর বাড়ী হতে মতিয়ার এর বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নির্মাণ, গাইবান্ধা হাইওয়ে হতে জামালপুর বড়দিঘির পাড়গামী কার্পেটিং রাস্তার মুখ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, হিজলগাড়ী লাল মিয়ার বাড়ীর সামনে আরসিসি বক্সকালভার্ট নির্মাণ, শিমুলিয়া ব্রিক্স ড্রেন ও সোলিং রাস্তা নিমার্ণ, রাঙামাটি সশান হতে বিশুর বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নিমার্ণ, LGCRRP প্রকল্পের আওতায় জনতা ব্যাংকের সামনে থেকে কালিবাড়ি হাট গুড়হাটি পর্যন্ত আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তা নির্মাণ, বকুর মোড় হতে হিজলগাড়ী কুমোরপাড়া পর্যন্ত প্যালাসাইডিং সহ সোলিং রাস্তা নির্মাণ দৈঘ্য ৩৫০মিটার, রাইগ্রাম চারমাথা হতে রাইগ্রাম মসজিদ পর্যন্ত প্যালাসাইডিং সহ সোলিং রাস্তা নির্মাণ।পলাশবাড়ির  পৌরসভায় ৮ টি উন্নয়ন কাজের উদ্বোধন হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement