ঝালকাঠি প্রতিনিধি :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে ঝালকাঠিতে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঝালকাঠি সরকারি শিশু পরিবারে তারুণ্যের উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী মোগড় লড়াইসহ ২৭ টি ইভেন্টে সরকারি শিশু পরিবারে শিশুরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। জেলা প্রশাসক আশরাফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন।
ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ পার পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ-তত্ত্বাবধায়ক খান জসীম উদ্দীন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত খেলাধুলাসহ সকল কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।