পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও। শনিবার দিবাগত রাতে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বর রাহাত খানকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বরের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এ কারাদণ্ডাদেশ দেন। জানা গেছে, শনিবার রাতে কাউখালী উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামের আলামিন খানের ছেলে রাহাত খান (১৮) এর সঙ্গে পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের ৭ম শ্রেণির এক কিশোরীকে বিয়ের আয়োজন করে উভয় পরিবার। বরের বাড়িতে এ বিয়ের আয়োজন চলার সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিতি হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বর ও কনে উভয়পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন। বাল্যবিয়ে বন্ধ করে বরের ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উভয়পক্ষ অঙ্গীকার করেন যে বিবাহের বয়স না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়েকে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না।