নিজস্ব প্রতিবেদকঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন/মহড়ার আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এটি আয়োজন করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু করেছি। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। আমরা চাই পুরো দেশবাসী অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হোক।
উপদেষ্টা সোমবার বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিনগুইশার একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি বলেন, খোদা না করুক কোথাও যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আপনি নিজেই সে আগুন নেভাতে পারেন। অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন অনেক ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করে রাখা দরকার।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।