শাহিন চৌধুরী:
টোলমুক্তির দাবিতে ঢাকা কেরানীগঞ্জে যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শত শত সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার খোলামোড়া লঞ্চঘাটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একাধিক অভিযোগ করেন, দীর্ঘ ২৫ অধিক বছর ধরে টোল প্রদান করতে বাধ্য হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এক যাত্রী বলেন, “আমরা হাতে একটি ছোট ব্যাগ নিয়ে এলেও টোল দিতে হয়। কখনো টাকা কম থাকলে টোল কর্মীরা আমাদের লাঞ্ছিত করে এবং অপমানজনক আচরণ করে গায়ে হাত দিয়ে মারধরও করেন। সকলে গনমাদ্ধমের কাছে বলেন আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।
একাধিক মানুষের কাছে যানতে চাইলে তারা আরও উল্লেখ করেন বলেন, টোলের কারণে নৌকা ও লঞ্চ যাত্রা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন, যা সময় ও অর্থের অপচয় বাড়াচ্ছে।
এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একমত হয়ে বলেন, টোলের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া অমানবিক। তারা প্রশাসনের প্রতি দ্রুত টোল বাতিলের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের আয়োজন করা হবে। এক বক্তা বলেন, এই টোল সাধারণ মানুষের জীবনযাত্রায় অযথা চাপ সৃষ্টি করছে। আমরা সকলে অবিলম্বে টোলমুক্ত ঘোষণা দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব।
পরে মানববন্ধনে উপস্থিত জনসাধারণ কেরানীগঞ্জ প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।