ঝিনাইদহে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিঠা উৎসব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এ পিঠা উৎসবের ভিন্নতা এনে দিয়েছে উপস্থিত দর্শকরা। তারা আর সবার মতো না, বলতে গেলে যারা সমাজে উপেক্ষিত  শিশু তাদের জন্যই এ উৎসব। সোমবার বিকালে ঝিনাইদহ  শহরের মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আলাদা ধরনের এ উৎসবে ঝিনুক পিঠা, জামাই পিঠা, ঝাল পাকান, খির সন্দেশ, সুজির পাটি সাপ্টা, দুধ পুলি, পায়েস, নারকেল নাড়ুসহ প্রায় ৩০ রকমের পিঠার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ এই শিশুদের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা-পুলি-পায়েস পরিচিত করানোই মূল উদ্দেশ্য বলে জানায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ তাদের অবিভাবকরা। স্কুলের শিক্ষার্থী ঝুমুর ও পান্না আকার ইঙ্গিতে অভিব্যক্তি প্রকাশ করে জানান, এ উৎসবে আসতে পেরে তাদের খুবই আনন্দ হচ্ছে। নতুন নতুন পিঠা ও বিভিন্ন মজাদার খাবার খেয়ে তাদের ভালো লাগছে। স্কুলের প্রধান শিক্ষক শিরাজুম মুনিরা জানান, এ ধরনের আয়োজন করতে পেয়ে আমার খুবই খুশি। কারণ বুদ্ধি প্রতিবন্ধী এসব কোমলমতি শিক্ষার্থীদের বাংলার হরেক রকমের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে স্কুলের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা আবৃতি পরিবশেন করে। সবার শেষে পিঠা খাওয়া উৎসব হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুস্তফা কামাল রুশো, প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement