বরগুনায় ছয় উপজেলার যুব সংগঠন নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা প্রতিনিধিঃ

আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে বরগুনায় যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)  সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে ছয়টি উপজেলার যুব সংগঠন নিয়ে এই উৎসবের আয়োজন করে যুব ফোরাম  ও নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠান উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

এতে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল,  সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক আনারুল কাদির, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, বরগুনা সরকারি কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান আহসান হাবিবসহ ছয়টি উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও যুব ফোরামের সদস্যরা ।

এছাড়াও এই উৎসবে প্রতিটা উপজেলা থেকে যুব সংগঠনের উদ্যোগে গ্রামের ঐতিহ্য মুখরোচো বিভিন্ন  পিঠা, পুলি পায়েসের স্টল দেওয়া হয়।

এ সময় তারা বলেন, যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনায় তাদের বিশেষ ভূমিকা থাকে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ করতে হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement