সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা সর্বস্তরের জনগণ। গতকাল শুক্রবার সকাল দশটায় উপজেলার নিমতলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের প্রফেসর রাজীব তালুকদার,বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর সুরাইয়া আক্তার জলি, মুন্সিগঞ্জ বার কাউন্সিলের এড.মারুফ হাসান মন্টি,উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আলী নেওয়াজ, নয়ানগর কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম শাহাদাত খান, মুফতী আব্দুল্লাহ আল মাসরুর,ডা.আল মাহবুব রবিন, ইঞ্জিনিয়ার সালমান সাদী, কেয়াইন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন রাজু প্রমুখ ।
বক্তারা বলেন,ভৌগলিক কারণে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। ঢাকা জেলার সন্নিকটে হলেও এই উপজেলায় উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে আমাদের উপজেলাবাসীর দাবি মেডিকেল কলেজ ও একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে গ্রামীণ জনগণের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করন।