কক্সবাজারের ১২ পেশাদার ছিনতাইকারী আটক  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার শহরের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১২ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ২৩ জানুয়ারি সন্ধ্যার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত ১২ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শহরের টেকপাড়ার তানভীর হোসেন প্রঃ পেটান প্রঃ আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মোঃ ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মোঃ সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো: হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর প্রঃ ভিকি প্রঃ বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার জানান, পুলিশ কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলকার ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে কক্সবাজার নতুন জেল গেইট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একাধিক মোটর সাইকেল যোগে এসে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের সিএনজি গতিরোধ করে হত্যার ভয়ভীতি প্রদর্শন পূর্বক আতংক ও ত্রাস সৃষ্টি করে ভিকটিমের হাতে থাকা ছোট হ্যান্ড ব্যাগ জোর পূর্বক ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকা দামের ডায়মন্ড রিং, ১ টি ৩০ হাজার টাকা দামের ভিবো মোবাইল ফোন এবং অন্যান্য ডকুমেন্ট জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ১২জন পেশাদার ছিনতাইকারী ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

আটকৃতদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement