মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছাঃ
খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর ৫ম শ্রেণিতে পড়ুয়া মানসিক ভাসাম্যহীন হুমায়রা নামের ওই শিক্ষার্থী সোমবার বিকাল ৫ টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল। তার মা রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যা ৬ টার দিকে তিনি পান খাওয়ার উদ্দেশ্যে বসত ঘরে গিয়ে দেখেন তাদের মানসিক ভারসাম্যহীন মেয়ে হুরায়রা গলায় ওড়না পেচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃ্ত্যুর মামলা হয়েছে।