খেলাফত হোসেন খসরু,পিরোজপুর:
পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে ৪ জনকে জাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এর আদালতে এ রায় ঘোষনা করেন। আদালত একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে রফিকুল ইসলাম, জসিম আকন এই দুই আসামী অনুপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত অন্যদুজন হলেন, আ: জব্বার হিরু(৭০), খোকন মোল্লা(৫০)।
মামলার বিবরনে সূত্রে জানাযায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৪০) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকুরী করতেন। তার সাথে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামীরা তার সাথে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ খালের পাশে ফেলে রেখে চলে যায়। ২৭ অক্টোবর/২০০৬ ইং সকাল নয়টার দিকে বিষ্ণুকাঠী গ্রামের ইদ্রিস আলী খাঁ তার বাড়ীর পিছনে খালের চরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদারকে জানায়। লাশ উদ্ধারের পর ঐদিনই বাদী হয়ে মহিউদ্দিন হাওলাদার অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪জনকে অভিযুক্ত করে চার্জসীট দেয়।
অতিরিক্ত পবলিক প্রসিকিউটর এ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ হত্যা মামলায় ৪জন আসামীকে অভিযুক্ত করে পুলিশ চার্জসীট প্রদান করে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের জাবৎজীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আসামী পক্ষে এ্যাড. দিলীপ কুমার মাঝি মামলাটি পরিচালনা করেণ।