নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষার বিদ্যাপিঠ নাচোল মহিলা কলেজের ২দিন ব্যাপি তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জানুয়ারী সকাল ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ও উৎসব উপকরণ বিতরণ করা হয়। ওইদিন সন্ধায় আলোকসজ্জার উদ্বোধন করেন সাবেক সচিব এএইচএম আব্দুল্লাহ। অনুষ্ঠানের ২য় দিন ১ ফেব্রুয়ারী নিবন্ধনকৃত শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উৎসব অনুষ্ঠানে মিলিত হয়।
বেলা ১১টায় নাচোলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও যুগ্ন সচিব (অবসরপ্রাপ্ত) ইরতিজা আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। অতিথিবৃন্দ স্মৃতি স্মারক ও মরোণোত্তর সম্মাননা স্মারক উন্মোচন করেন।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ। অত্র কলেজ প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য গুনিজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সচিব এএইচএম আব্দুল্লাহ, বাংলাদেশ আর্মি ট্রেনিং এন্ড সাইন্স ইন্সিটিউিটের উপাচার্য ও ট্রেজারার ড.শামিমরেজা মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. ইসাহাক আলী ও সহকারী কমিশনা(ভূমি) রাজিয়া সুলতানা।