এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল শুক্রবার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের একটি বাল্য বিয়ের কার্যক্রম পণ্ড করা হয়।
এসময়ে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে যাতে এ বাল্যবিবাহ সম্পন্ন না হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) রাইসুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মঠবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন ও মঠবাড়িয়া থানা পুলিশ।
এসময়ে উপজেলা সহকারী (ভূমি) রাইসুল ইসলাম জানান, বাল্য বিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের এরূপ তৎপরতা অব্যাহত থাকবে।