বগুড়ায় হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ ডাকাত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার এর”লিয়া বিমানবন্দর মোড় এলাকায় বাড়ির ভেতর প্রবেশ করে হাত-পা বেধেঁ ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি ও লুন্ঠিত স্বর্ণলঙ্কার ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মৃধাপাড়া এলাকার মৃত সামাদ ইসলামের পুত্র সুলতান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার আব্দুল মালেকের পুত্র মমিনুর রহমান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার সাইফুল ইসলামের পুত্র মুকুল ইসলাম, আদমদিঘী উপজেলার হাতিয়াগ্রামের বাবলু শেখের পুত্র রাকিব শেখ ও শাকিল শেখ, কাহালু উপজেলার আলোরা গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল-আমিন ও সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র লাদেন।

রবিবার দুপুরে বগুড়া পুলিশের মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি বলেন গত ২৮ জানুয়ারী রাত আনুমানিক ১টার দিকে ৬-৭ জনের একটি দল বিমানবন্দর মোড়ের কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গামছা ওরনা দিয়ে সকলের হাত-পা বেধেঁ নগদ ৫০ হাজার টাকা ও সর্ণালঙ্কার লুট করে। এসময় বাদীর ছোটভাই কৌশলে হাতের বাঁধন খুলে এক ডাকাতের উপর ঝাপিয়ে পরে জাপটে ধরলে অন্য দুইি ডাকাতের হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ওই সময় অন্যরাও হাতের বাঁধন খুলে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত জুতাসহ বেশকিছু আলামত ফেলে রেখে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে। এক পর্যায়ে আমাদের টিম বিভিন্ন স্থানে অনুসন্ধান ও  অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অভিযান চালিয়ে ৭ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যানুযায়ী ডাকাতির সময় ব্যবহৃত সরঞ্জামাদি নগদ ৩৫০০ টাকা ও  সর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে। এঘটায় একটি মামলা দায়ের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement