মঠবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির সাবেক সভাপতি এর বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও আওয়ালীগের সাংগঠনিক সম্পাদককে পুলিশ আটকের পরে ছেড়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)উপজেলার বেতমোর ইউনিয়ন পরিষদের সামনে সকাল ১০টার দিকে মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও বিভিন্ন গণমাধ্যমে বেতমোর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ দফাদার এর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।

বক্তারা আরও বলেন,এমাদুল হক উপজেলার বেতমোর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগ সম্পাদক তিনি কয়েকটি ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলা ও চাদাবাজির সাথে জড়িত থাকায় স্থানীয় জনগণ তাকে আটকে রেখে মঠবাড়িয়ায় থানা প্রশাসনকে জানান এসময় পুলিশ এমাদুল হককে গ্রেফতার করে থানায় নেন তার দুইদিন পরেই আসামি ছেড়ে পুলিশ এবং এ বিষয়টি ঘিরে বেতমোর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু সালেহ দফাদার এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেতমোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পান্না মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব সামস সওকত, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওলিউল ইসলাম, রিপন মাতুব্বর, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী বক্তব্য বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এমাদুল হককে মঠবাড়িয়ায় থানা প্রশাসন পূনরায় গ্রেফতার ও পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল হালিমকে স্টান রিলিজ না করলে আগামী বৃহস্পতিবার থানা ঘেরাও করা হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনতিবিলম্বে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবি তোলেন।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement