খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্বে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স ( সিএলপিএ) ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ আসাদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডেইলি অবজারভারের প্রতিনিধি জিয়াউল আহসান, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস দাস, পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক রিফাত জাহান, সাবেক ইউপি সদস্য সুরাইয়া আক্তার হ্যাপি প্রমূখ। সভার পক্ষ থেকে অসংক্রামক রোগ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেবার দাবি জানিয়ে পৌর প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।