মোঃআসাদুজ্জামান, বরগুনা।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার উদ্দ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় পৌর ভবন সংলগ্ন সিএনজি মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বরগুনা জেলা ছাত্রশিবিরের সভাপতি সুমন আব্দূল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, আমতলী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম, বেতাগী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বশির হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, পাথরঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমূখ।
বক্তারা সংগঠনের ইতিহাস, লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন এবং শিক্ষর্থিদের নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করার আহবান জানান তারা।