নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনটি খাবার হোটেল ও সাপ্তাহিক হাটে আয়োডিন বিহিন লবন বিক্রয় এবং অস্থায়ী হোটেলে পোড়া ভোজ্য তেল ব্যবহারের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার। নাচোল বাসস্ট্যান্ডের তিনটি খাবার হোটেলকে অব্যবস্থাপনার অভিযোগে প্রত্যেক হোটেলকে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন।
এদিন সাপ্তাহিক হাটে আয়োডিন বিহিন লবন বিক্রয় ও অস্থায়ী হোটেলকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভাগীয় কর্মকর্তা ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফাতেমা বেগম এবং নাচোল থানাপুলিশ উপস্থিত ছিলেন।