কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় ছিনতাইকালে ৩ জন ছিনতাই চক্রের সদস্যকে আটক করেছে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারী) সৈকতে ছিনতাইয়ের সময় এই ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটকরা হলো-টেকনাফ উপজেলার বাহারছড়ার ১ নং ওয়ার্ডের শামশুল আলম এর ছেলে মনসুর আলম(২২),কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মো: সোহেল (২০)ও চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলম এর ছেলে নুরুল আলম(২৬)
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ বলেন,সৈকতে ছিনতাইয়ের সময় ছিনতাই চক্রের ৩ জনকে আটক করা হয়েছে।পর্যটন জোনে অপরাধীদের স্হান হবে না।ছিনতাইকারীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।