এসএম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম। বুধবার (১২ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
তার এই অর্জনের পেছনে রয়েছে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং জনসেবামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ওসি মোঃ জুয়েল ইসলাম এ সম্মাননা পাওয়ার পর বলেন, “এই পুরস্কার আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
কলাপাড়া থানার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ তাকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে কলাপাড়া থানার সেবার মান আরও উন্নত হবে।