মো: আকরাম হোসেন :
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী ও দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের হাট শেখেরচর (বাবুরহাট) কে পাশ কাটিয়ে শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মানের চলমান কাজ বন্ধের দাবিতে মাধবদীতে মানববন্ধন করেছে মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে মাধবদী নতুন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন পালন করে স্থানীয় ব্যবসায়ী, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা। এসময় সদর থানা বিএনপির সভাপতি ও মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী, সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলী জমির উপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী এবং বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুন বেশি টাকা খরচ করা হচ্ছে। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্মহীন হয়ে পড়বে, ব্যবসায়ীক লেনদেন কমে যাবে। তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার জোর দাবী জানান তারা। সমাবেশ থেকে জানানো হয় আগামী পাঁচ দিনের মধ্যে দাবী বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচী বাস্তবায়ন করা হবে।