মঠবাড়িয়ায় সন্তানসহ স্বর্না রানীর ইসলাম গ্রহণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া :

পিরোজপুরের মঠবাড়িয়ায় একমাত্র পুত্র সন্তানসহ স্বর্না রানী শীল (২৬) সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম মোসাঃ সানা ইসলাম। সানা ইসলাম উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শংকর চন্দ্র শীল এর মেয়ে।

মোসাঃ সানা ইসলাম জানায়, একদিন ঘুমন্ত অবস্থায় সুমধুর সুরে আযান শুনে ঘুম ভেঙ্গে যায়, তখন আযানের সময় ছিল না। তার পরের দিন স্বপ্নে এক হুজুর আমাকে ওয়াজ করছেন আর আমি বসে বসে শুনতেছি।

তখন আমি অস্থির হয়ে যাই এবং আমার ইসলাম ভাল লাগতে শুরু করে। আমি ধীরে ধীরে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি। ইসলামের নিয়ম কানুন হুকুম আহকাম জানার জন্য মুসলমান প্রতিবেশীর কাছে যাই। এক পর্যায় আমি চুড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেই যে, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব।

তখন আমি আইনজীবির মাধ্যমে এফিডেভিট করে আইনি প্রক্রিয়া শেষ করে পবিত্র কালিমা পরে ইসলাম গ্রহণ করে মোসাঃ সানা ইসলাম নামটি পছন্দ করি। এবং আমার সন্তান আমার সাথে থাকে তার নাম প্রীতম থেকে পরিবর্তন করে হাসনাত আব্দুল্লাহ রাখি।

মোসাঃ সানা ইসলাম জানান, আমি কারো প্ররোচনায় অথবা কোন লোভ লালসার মোহে পরে নয়, শান্তির ধর্ম ইসলামকে ভালবেসে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মুসলিম হয়েছি এবং আমি মানষিক শান্তিতে আছি বাকি জীবন ঈমান ও আমলের সাথে কাটাতে পারি সেজন্য আপনাদের সকলের দোয়া চাই।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement