সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শনিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে পৌর এলাকার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে ও সহ- সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রমজান আলী, মো. বাহাউদ্দিন, সোনারগাঁ জি আর ইন্সটিটিউশনের সাবেক অভিভাবক সদস্য আনোয়ার হোসেন আনু, অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। স্থানীয় অভিভাবক কামাল হোসেন, ফরিদ হোসেন, আব্দুল জলিল, সুমন কবির, মর্তুজ আলী, মাহফুজা সিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল হুসাইন, মোহাম্মদ সালাউদ্দিন, সুমন আল হাসান ও এরশাদ হুসাইন অন্য।