এজাজ চৌধুরী, মঠবাড়িয়া :
মঠবাড়িয়ার স্থানীয় কুমিরমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে প্রাথমিক বিদ্যালয় স্লিপ কমিটির সদস্যের অশোভন আচরণ করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। গতকাল রোববার দুপুরের মঠবাড়িয়া-কুমিরমারা ও বামনা সড়ক অবরোধ করে অভিযুক্ত আলমগীর হোসেন আখতারের বিচার দাবী করে স্থানীয় কুমিরমারা বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয়ের সম্মূখে মানববন্ধন কর্মসূচী পালন করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় ও ১৩৮নং কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাশাপাশি অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে গেইট নির্মাণে রোববার সকালে শ্রমিকরা মাটি খুরতে গেলে মাধ্যমিক বিদ্রালয়ের প্রধান শিক্ষক ও অন্যন্য সহকর্মিরা বাধা দেয়। খবর পেযে প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য আলমগীর হোসেন আখতার খবর পেযে ঘটনাস্তলে উপস্থিত হয়ে আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলামকে অশ্লীল আচরণ করেন। এ খবর বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বিচারের দাবীতে সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সমাজসেবক মাহবুব মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম সরোয়ার শাহীন, প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম হেলাল, সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, অভিভাবক সদস্য নাসির উদ্দিন হাওলাদার ও শিক্ষার্থী বায়েজিদ আব্দুল্লাহ প্রমূখ।
আবু জাফর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম সরোয়ার শাহীন জানান-আলমগীর হোসেন আখতার শুধু প্রধান শিক্ষক নয় আমাকে উদ্যেশে করে উপস্থিত লোকজনের উপস্থিতিতে অশ্লীল মন্তব্য করেন।
এব্যাপারে অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য আলমগীর হোসেন আখতারের তার বিরূদ্ধে আনীত অভিযোগ সত্য নয়স দাবী করে বলেন-স্থানীয় কুমিরমারা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জমি দাতা আমাদের পরিবার। গত আ’লীগ সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সীমানার জমি দখল করে নির্মান করেছিল। সেময় বর্তমান প্রধান শিক্ষক প্রতিবাদ না করায় গেট নির্মানে বাধা দেয়ায় সামনাসামনি ক্ষোভ প্রকাশ করেছি।
তিনি অভিযোগ করেন মিথ্যা অভিযোগ তুলে আজ রোববার দুপুরে বিএনপি নেতা ও আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় সভাপতি গোলাম সরোয়ার কুমিরমারা বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে উল্টো আমাকে শারিরিক লাঞ্চিত করেছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউম বলেন-বিষয়টি আমি শুনেছি। রোববার পিরোজপুর জেলায় সভা থাকায় বিস্তারিত জানতে পারেনি। তবে বিষয়টি জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।