বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন খাজুরতলা এলাকা হইতে ১০০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭০২০ টাকা সহ ১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ ”শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে পুলিশ, যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করায় বদ্ধ পরিকর। নবাগত পুলিশ সুপার বরগুনা জনাব মো. ইব্রাহিম খলিল এর নির্দেশনায় মাদক নির্মুলে বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৬/০২/২০২৫ খ্রি. তারিখ ১৮.০০ ঘটিকার সময় পুলিশ সুপার বরগুনা, মহোদয়ের নির্দেশক্রমে সদর সার্কেল বরগুনা ও সদর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় বরগুনা সদর থানার একটি চৌকস আভিযানিক দল এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন ০২ নং গৌরীচন্না ইউপির খাজুরতলা সাকিনস্থ মুসলিম বেকারির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে ধৃত আসামী মোঃ শাহিন হাওলাদার (৩৫), পিতা- মোঃ শাহিদুল হাওলাদার, সাং- মাইঠা, ০৬নং বুড়ির চর ইউপি,থানা ও জেলা- বরগুনা’কে আটক করে। ধৃত আসামীর কাছ থেকে ১০০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭০২০/- টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে একজন মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজুসহ সকল আইনত কার্যক্রম প্রক্রিয়াধীন।