মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা:
পাইকগাছায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গত ৪ দিনে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, পৌরসভার জি এম ইমান আলীর ছেলে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি(৩০), রাড়ুলী ইউনিয়নের কাটি পাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে রজব আলী গাজী(৬০), গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোকাম গাজীর ছেলে মিজান গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের কাশিম নগর গ্রামের কনেক চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস, লস্কর ইউনিয়নের আমিন উদ্দিন সানার ছেলে জাকির সানা(৩৪)কে গ্রেফতার করা হয়। তারা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে এবং মামলার আসামি।