ড.আজিজুল আম্বিয়া পেলেন সমধারা সাহিত্য পুরস্কার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

লন্ডন থেকে মোঃ সিফন মিয়া

আগামী বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ।”কবিতার শক্তি, কবিতায় মুক্তি” এ শ্লোগানকে ধারণ করে সাহিত্যের কাগজ সমধারার উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে ‘ইপসা-সমধারা ১১তম কবিতা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজকে।উৎসবে দেশের ২ শত জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত ছিলেন। যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব।অনুষ্ঠানে ২ শত জন কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৫’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।এটি ১১তম সংকলন। নিয়মিত সমধারার ১০৫তম সংখ্যাও প্রকাশিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন খবরের কাগজের সম্পাদক, জনপ্রিয় কথা সাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আইয়ুব ভূঁইয়া।

উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক, গবেষক ও বিজ্ঞানী শিশু সাহিত্যিক ধনঞ্জয় সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ; লেখক ও মোটিভেটর আবু রেজা মো. ইয়াহিয়া; লেখক-প্রাবন্ধিক ও সাবেক ব্যাংকার ড. এম. এ. ইউসুফ খান; লেখক ও গবেষক মো: আরিফুর রহমান; লেখক-শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম; কবি নজমুল হেলাল; কবি-সাংবাদিক ও সংগীত শিল্পী আমিরুল মোমেনীন মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। তিন পর্বেও উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।সাহিত্য বিষয়ক কাগজ সমধারা প্রতিবছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার প্রদান করছে। এবার সমধারা সাহিত্য পুরস্কার ২০২৫ গ্রহন করেন চার প্রবাসী কবি।

কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সেলিম রেজা ও ড. আজিজুল আম্বিয়া এই চার কবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ড. আজিজুল আম্বিয়া , সিলেটের মৌলভীবাজারের সন্তান সিলেট মুরারী চাঁন্দ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করার পর ২০০৯ সালে পর্যটন ও সেবা বিষয়ে ডিপ্লোমা করার জন্য লন্ডনে আসেন। ডিগ্রি এবং কয়েকটি স্বল্প কোর্সের পর তিনি লন্ডনেই থেকে যান।ছেলেবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি তার ঝোঁক। মহাবিদ্যালয় জীবনে সাংবাদিকতা শুরু করেন। লন্ডনে এসেও তিনি সিলেটের অনলাইন পত্রিকা আজকের সিলেট ডটকম এর ব্যবস্হাপনা সম্পাদকের দায়িত্ব পালন করা শুরু করেন। লন্ডনেও তিনি বিভিন্ন সাংস্কৃতিক জোট ও মুদ্রণ দৈনিক ও সাপ্তাহিকগুলোতে লিখতে শুরু করেন এবং আজো লিখছেন। ২০২২ সালে ভারতের পশ্চিমবাংলা থেকে “মানব শিক্ষা বারিধি”র ওপর সম্মানজনক ডক্টরেট লাভ করেন। উত্তর আমেরিকা প্রথম আলো সংস্করণ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বাংলা এবং পশ্চিম বাংলার দৈনিক জয়বাংলা পত্রিকার নিয়মিত কলাম লেখক ও যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর সাহিত্য পাতায় নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ ও কলাম  লিখছেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে মুজিব দ্যা গ্রেট (সম্পাদিত), কবিতার তিনটি বই দাঁড়াও সমূহ বিপদ, ভালোবাসার স্বপ্নবিলাস, উপমা ভালোবাসা, প্রবন্ধের বই গৌরবময় ইতিহাস , ঐতিহ্যের অন্বেষণ , অনুদিত বই দি আলকেমিস্ট ও গল্পের বই বন্ধু রয়েছে। তিনি সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২৩, দুই বাংলার লেখক মেলা সাহিত্য পুরস্কার-২৩, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ২০২৪-সহ আরো বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি কে  এই পুরুস্কারের মাধ্যমে সম্মান জানানোর  জন্য সমধারা পত্রিকা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

অনুষ্ঠানের ২য় পর্বে সমধারা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চার কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘মাননীয় কবিতাপুত্রগণ’ উপস্থাপন করা হয়। এতে সমধারা পরিবারের শিল্পীরা অংশগ্রহণ করেন।আগের বছর ২০২৪ সালে কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী,কবিতা সাহিত্য মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম শামসুল আলম; ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার; ২০২১ সালে কথা সাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী; ২০১৮ সালে মুহম্মদ নুরুল হুদা; ২০১৭ সালে নির্মলেন্দু গুণ; ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন। প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ পর্বে ১১০ জন কবি অংশগ্রহন করেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement