এআই টুল ‘‘ক্যারিয়ার ড্রিমার’’ নিয়ে এলো গুগল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ 

চাকরি প্রার্থীদের জন্য নতুন টুল নিয়ে এলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। চাকরি খোঁজা এবং আবেদনের প্রক্রিয়াকে আরও সহজ করতে তারা চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) টুল ‘ক্যারিয়ার ড্রিমার’। এ টুল ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরির সন্ধান দেবে।

বিভিন্ন ওয়েবে তালিকা বদ্ধ চাকরির তথ্যগুলো একসঙ্গে সরাসরি পাওয়া যাবে গুগল সার্চ অপশনে। ‘‘পার্টটাইম জব’’, ‘’ফুল টাইম’’, ‘‘সফটওয়্যার ডেভেলপার জব’’, কিংবা যেকোনো ক্যাটাগরির চাকরি খোঁজার ক্ষেত্রে সাহায্য পাবেন চাকরি প্রার্থীরা।

গুগলের তথ্য অনুযায়ী, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা চিহ্নিত করতে সাহায্য করবে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযুক্ত করবে। এটি চাকরি বাজার বিশ্লেষণ করে পেশা গঠনের দিক নির্দেশনা দেবে এবং এমনকি চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিতেও সহায়তা করবে।

এ টুলে গুগলের জেমিনি প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য মানসম্মত কভার লেটার ও সিভি তৈরি করতে সক্ষম। তবে এটি প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্মগুলোর মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিঙ্ক দেখাবে না। বরং ব্যবহারকারীর যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা প্রস্তুত করবে। ক্যারিয়ার ড্রিমার টুলটি চাকরি প্রার্থীদের জন্য শুধু চাকরি নয়, বরং পেশাগত উন্নয়নের নির্দেশনাও দেবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষা মূলকভাবে চালু হওয়া এ টুল কবে নাগাদ অন্যান্য দেশে আসবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চাকরি প্রার্থীদের জন্য এটি যে এক যুগান্তকারী উদ্ভাবন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কৃত্রিম বুদ্ধিমত্তার এ অগ্রযাত্রা চাকরির সন্ধান ও পেশাগত উন্নয়নকে আরও সহজ এবং  কার্যকর করে তুলবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement