ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের কৃষক ফোরকান বিশ্বাস (৭০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফোরকান বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কৃষকের নাতনি লামিয়া বেগম জানান, সোমবার সকালে ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার, তার ভাইয়ের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীসহ ৮/১০ জন সন্ত্রাসী ফোরকার বিশ্বাসের বাড়ীতে প্রবেশ ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ফোরকান বিশ্বাস বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

তার বোন পিয়ারা বেগম জানান, সন্ত্রাসীরা হামলা করেই খ্যান্ত হয়নি। তার ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আহত ফোরকান বিশ্বাসকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার অভিযোগ অস্বীকার বলেন, আমি এবং আমাদের কোন লোক এ হামলার সঙ্গে জড়িত নই।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement