মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা :
পাইকগাছায় রিপন গাজী(৪৫) নামে এক মাদক কারবারির খুলনা যুগ্ম জেলাজজ থেকে মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড হওয়ায় ১৭ বছর পালাতক থাকার পর গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার নতুন বাজর নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপজেলার মটবাটি গ্রামের মৃত্যু কওসার গাজী (বুলু) ছেলে রিপন গাজী(৪৫) পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত থেকে ২ বছর সশ্রম করাদন্ড প্রদান করেন। ওই মামলায় ১৭ বছর পালাতক থাকার পর সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতাকর ব্যক্তিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।