জাহেদ হাসান,কক্সবাজার :
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে টিসিবির ভোগ্য পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার আমিন এর বিরুদ্ধে। তার নিয়ন্ত্রণে রয়েছে ৩টি ডিলার,চাকমারকুল,দক্ষিণ মিঠাছড়ি ও রাজারকুল।
গত সোমবার উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদে সকাল থেকে টিসিবি’র পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেও কার্ডধারীদের বাদ দিয়ে ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পছন্দমতো মানুষকে পণ্য দেন বলে অভিযোগ সুবিধাভোগীদের।
সরেজমিনে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে কয়েকজন সুবিধাভোগী জানান, তালিকা অনুযায়ী তাঁরা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কিনে আসছেন।কিন্তু দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে না। এমন অনেক সুবিধাভোগী আছে যারা একবারও টিসিবি’র পণ্য পাননি।সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্ডধারী ১২ শত সুবিধাভোগীর টিসিবি’র পণ্য বরাদ্দ আসলেও তা সম্পূর্ণ বিতরণ করা হয় না।
তারা আরও জানান,দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে গেলে কার্ড অনলাইন নেই বলে পণ্য না দিয়ে ফেরত পাঠিয়ে দেয়।কিন্তু পরে যাচাই করলে কার্ড সঠিক আছে বলে দেখা যায়। এভাবে অনেক কার্ডধারীকে কার্ড সঠিক নেই বলে পণ্য না দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাঁরা নিজেদের পছন্দ মতো লোকদের কাছে পণ্য বিতরণ করছেন,যা নিয়মবহির্ভূত।
অনুসন্ধানে জানা যায়, টিসিবি’র ডিলাররা সুবিধাভোগীদের মাঝে বরাদ্দকৃত পণ্য বিতরণ না করে গোপনে রামুর বিভিন্ন দোকানদারের কাছে বিক্রি করে দেয়।সরজমিনে গেলে বাজারের প্রায় মুদি দোকানে টিসিবি’র পণ্য চোখে পড়ে। এসব অনিয়মের সাথে ডিলারের পাশাপাশি ট্যাগ অফিসার নাজিমও জড়িত বলে জানা গেছে।
এবিষয়ে জানতে ট্যাগ অফিসার নাজিম এর মুঠোফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ রাশেদুল ইসলাম বলেন,টিসিবি’র পণ্য বিতরণে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।