মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলুকুপা উপজেলায় দুইটি ইট ভাটায় অভিযান চালিয়ে আশি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন নেতৃত্বে দুইটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় ইট ভাটা পরিচালনায় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ভাটা দুটিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর রোডে কুমিড়াদাহ এলাকার মো. আমজাদ মোল্লা খোকনের মেসার্স মোল্লা ব্রিকস নামের ইট ভাটাকে ৪০ হাজার টাকা এবং মো. সাইফুল ইসলামের মেসার্স দেশ ব্রিকস নামের ইট ভাটাকে ৪০ হজার টাকা জরিমানা করা হয় । সে সময় জরিমানার অর্থ নগদ গ্রহণ করা হয়।
অভিযান চলাকালীন সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান শৈলকুপা উপজেলার থানা পুলিশ ও শৈলকুপা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
দিনের অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার ব্যাপারে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, অভিযানে জরিমানা দুইটি ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। ভাটা দুইটিকে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত চালু রাখলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেই সাথে এ বছর ভাটা দুটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।