ফেনী প্রতিনিধি
ফেনী জেলা ডিবি পুলিশ কর্তৃক মাদক ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, দুই নারী আসামি গ্রেফতার। চলমান ” ডেভিল হান্ট ” অভিযান চলাকালে শনিবার (০৮ মার্চ) ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর ফেনী জেলার ডিবি পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার- ফেনীগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান করে ১৪০০ পিচ ইয়াবা সহ ২ নারী মাদককারবারিদেরকে গ্রেফতার করেছে।যার আনুমানিক মূল্য চার লক্ষ্য বিশ হাজার টাকা।
আটককৃতরা হলেন, হামিদা বেগম (২৬) ও হাজেরা বেগম (৫২)। দুজনই কক্সবাজার পৌরসভার স্থায়ী বাসিন্দা।
আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিল ১০ (ক) মামলা রুজু করে হয় জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলাটি ডিবি কর্তৃক তদন্তাধীন। মাদক চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলমান।