কয়েকটি ফেডারেশনের মধ্যে আরচ্যারী অন্যতম – যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” আরচ্যারীর মতো যেসব খেলা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তাদেরকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে”।

শনিবার (০৮ মার্চ) গাজীপুরের টঙ্গীস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত “কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫” এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রায় ৫০ টি ফেডারেশন রয়েছে। অল্প কয়েকটি ফেডারেশন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে তাদের মধ্যে আরচ্যারী অন্যতম এবং এই খেলায় বিশেষ ভূমিকা রাখছে নারী আর্চারগণ।

এছাড়াও বাংলাদেশে শুধু খেলাধুলায় নয়, নারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আর,এম,জি(গার্মেন্টস) সেক্টরেও প্রধান ভূমিকা রাখছেন উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নারী, আহত নারী এবং  যেসব নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ এবং আত্নত্যাগ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য বলে জানান উপদেষ্টা। পরে টুর্নামেন্টের প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, জাতীয় আরচ্যারী ফেডারেশনের সদস্যবৃন্দ ও টুর্নামেন্টের প্রতিযোগিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement