অপারেশন ডেভিল হান্ট:  পাথরঘাটায় আ’লীগ ও ছাত্রলীগের ৫ নেতা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা

বরগুনার পাথরঘাটা অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার সকালে পাথরঘাটা কোস্ট গার্ডের সদস্যরা পাথরঘাটা থানায় তাদেরকে হস্তান্তর করেন। এর আগে গতকাল  রাতে যৌথবাহিনি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার কালমেঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৩), সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আব্দুল বারী হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৫৩), পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সদস্য ও কালমেঘা ইউনিয়নের কালিপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আবু হানিফ (২২), উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী হাওলাদারের ছেলে ইয়াসিন আলী অন্ত (২৩) এবং সদর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে এবং ছাত্রলীগ নেতা আল ইসলাম শান্ত (২৪)।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, যৌথ বাহিনী পাথরঘাটা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন সদস্য এবং আওয়ামী লীগের দুইজন নেতাকে আটক করে পাথরঘাটা থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে আগেই পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের মামলা রয়েছে। তাছাড়া ইয়াসিন আলী অন্তর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement