নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা সিভিল সার্জনের প্রেস ব্রিফিং

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম এতে সভাপতিত্ব করেন।

প্রেস ব্রিফিং সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে নরসিংদী জেলার ৬টি উপজেলার ১৭৬৪টি কেন্দ্রে প্রায় চার লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৯০৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৮ হাজার ৫৫৪ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ সৈয়দ আমিরুল হক শামীম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, মো: জাকির হোসেন ভূইয়া, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোর্শেদ শাহরিয়ার, আসাদুল হক পলাশ,আমজাদ হোসেন প্রমুখ। প্রেস ব্রিফিং-এ মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement